১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে হাফিজ উদ্দিন হত্যার তিন আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে হাফিজ উদ্দিন হত্যার তিন আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের হাফিজ উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতরা হলো মৃত আমিন মিয়ার ছেলে রায়হান (২৫), সাইফুল (২৭) ও তফসির (৩০)। ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোনার দুর্গাপুর থেকে তাদের গ্রেফতার করেন র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম জানান, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ছান্দাল আলীর ছেলে হাফিজ উদ্দিনের সঙ্গে একই এলাকার মৃত আমিন মিয়ার বাড়ির বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে ৪ আগস্ট বিকেলে রায়হান, সাইফুল ও তফসিরসহ অন্যান্য আসামিরা হাফিজ উদ্দিনের ওপর হামলা করেন। পর দিন ভোরে হাফিজ উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা করেন।
উল্লেখ্য উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর এলাকায় প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে হাফিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৪ আগস্ট বিকেলে হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় হাফিজ উদ্দিন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন