৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এম এ করিম  সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় সরাইল থানায় সাধারণ ডায়রী(জিডি) করেছেন বাদী সাব্বির মিয়া।  ডাইরী নং- ৫৩৮ তারিখঃ ১০-০৮-২০২১
সাধারণ ডায়রী, মামলার এজাহার, বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের উত্তর পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার সাব্বির মিয়ার পুত্র কবির মিয়াকে(১৭) গত ১৫-০৫-২০২০ তারিখ দিবাগত রাত সাড়ে ৯ টায় একই এলাকার সফর আলীর পুত্র সাইফুল ইসলাম(২১)সহ সঙ্গীয় অন্যান্য আসামীরা লাউয়ার খালের পাড় ডেকে নিয়ে হত্যা করে লাশ কুচুরিপানার নীচে লুকিয়ে রাখে।

নিহত কবির মিয়ার পিতা সাব্বির মিয়া  বাদী হয়ে একই এলাকার সাইফুল ইসলামসহ ৪জনকে আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলা নং-৩০ তারিখ ১৯-০৫-২০২০
এ ঘটনায়  সাইফুল ইসলামকে (২১)  পুলিশ প্রথমে গ্রেফতার করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সেই সাথে হত্যাকান্ডের সাথে একই এলাকার ইকবাল মিয়া, লিটন মিয়া ও তৌহিদুল ইসলাম প্রকাশ আখিল মিয়া নামে অপর ৩ জনও জড়িত বলে তার জবানবন্দীতে সে স্বীকার করে।

পরবর্তীতে পুলিশ আসামী ইকবাল মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। অপর দুইজন আসামী লিটন মিয়া ও তৌহিদুল ইসলাম প্রকাশ আখিল মিয়া পলাতক রয়েছে।

গত ১ মাস পূর্বে আসামী সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিনে  মুক্ত হয়ে বাড়িতে এসেছেন। গ্রেফতারকৃত আসামী ইকবাল মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছেন।

এদিকে বাদী পক্ষের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে আসামী সাইফুল ইসলাম বাড়িতে এসে  মামলার বাদী সাব্বির মিয়াকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও চাপ সৃষ্টি করে।  সর্বশেষ গত ০৬-০৮-২০২১ তারিখ সকাল ১১টায়  বাদী সাব্বির মিয়াকে রাস্তায় পেয়ে মামলা তুলে নিতে নানা ভয় ভীতি প্রদর্শণ করার পাশাপাশি মামলা তুলে না নিলে নিহত কবির মিয়ার মত বাদী সাব্বির মিয়াকে একইভাবে খুন করা হবে বলে হুমকি প্রদান করেন আসামী সাইফুল ইসলাম, তার নিকটাত্বীয় হুমায়ূন মিয়া(৫৫) ও শাওন মিয়া(২৮) প্রকাশ শাকিল।

এ ব্যপারে হত্যা মামলার বাদী সাব্বির মিয়া বলেন, আমার ছেলের হত্যাকারী আসামি সাইফুল ইসলাম জেল থেকে জামিনে বের হয়ে এসে আমাকে হুমকি দিয়েছে। আমি যদি মামলা না উটাই তাহলে আমাকে হত্যা করে ফেলবে। অপর আসামি আখিল এর চাচা হুমায়ুন মিয়া, তার  ভাই শাকিল ও শাওন আমাকে একই হুমকি দিয়েছে। এ ব্যাপারে ১০আগস্ট সরাইল থানায় একটি জিডি করেছি । তিনি আরও বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের হত্যাকারী  ও আমাকে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, হুমকি দেওয়ার বিষয়টি আসলে তেমন কিছু না। দুই পক্ষের মধ্যে সামান্য একটু ঝামেলা হওয়ার খবর পেয়ে দুই পক্ষের লোকদের থানায় ডেকে এনে নতুন করে যেন কোনো ঝামেলা না হয় মীমাংসা করে দিয়েছি। হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় পলাতক আসামীদের গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন