সরাইলে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ৪ মে ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ঢাকা – সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ (গোগদ) এলাকায় বাসের চাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। তিনি ইসলামাবাদ এলাকার রজব আলী’র স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে তাসপিয়া পরিবহনের একটি বাস অপর দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এড়াতে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের যাত্রীরা সম্ভাব্য বিপদ থেকে প্রাণে বেঁচে গেলেও এসময় রাস্তা দিয়ে হেটে যাওয়া জাহানারা বেগম নামে এক নারীকে চাপা দিলে তিনি মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য লিখুন