সরাইলে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু পুত্রসহ নিহত: ৪, আহত: ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু পুত্রসহ চার জন নিহত ও দশ জন যাত্রী আহত হয়েছে। আজ রোববার(৮অক্টোবর) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় বাস-ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী ‘অগ্রদূত’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের পেছনে থাকা একটি সিএনজি অটোরিক্সার সাথেও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাস-ট্রাক-সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে বাসের যাত্রী সৈয়দ উদ্দিন(৫৫) ও আব্দুল মোমিন(৪০) ঘটনাস্থলে নিহত হন ও আহত হন ১২জন। স্থানীয় লোকজন গুরুতর আহত সিএনজি অটোরিক্সা যাত্রী পারভীন বেগম(৩৫) ও তার তিন মাসের পুত্র নূর নবীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত সৈয়দ উদ্দিন হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার বাসিন্দা ও অগ্রনী ব্যাংকের ঢাকা সচিবালয় শাখার কর্মকর্তা, আব্দুল মোমিন একই জেলার সদর থানার নাসিরপুর গ্রামের বাসিন্দা, পারভীন বেগম ও তার শিশু পুত্র নূর নবী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সরাইল বিশ্বরোড হাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: ইউনুছ মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন