সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত: ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ , ৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সোমবার(৩ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাস্তা পারা পারের সময় ইট ভাটার এক শ্রমিক সিলেট গামী বালু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত শ্রমিক বিজয়নগর উপজেলার চাওড়াখলা গ্রামের জারু মিয়ার ছেলে কাছু মিয়া(২৬) এবং তিনি শাহবাজপুর এলাকার মেসার্স আহাদ ব্রিকস এর শ্রমিক ছিলেন। এ ব্যপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন