সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত:৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ১৯ মে ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার(১৯মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও লুক্কু মিয়ার ছেলে সাইদুল (১৮)। সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হোসেন সরকার বলেন, সেহ্রি খেয়ে সকালে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশা চালক সাইদুল তার দুই বন্ধু আরমান ও নসরকে নিয়ে বিশ্বরোড সিএনজি পাম্পে যান। গ্যাস নিয়ে ফেরার পথে মালিহাতা বাজারের সামনে একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঠিক কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনায় অটোরিকশা আরোহী নসর মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরমান ও সাইদুলের মৃত্যু হয়।
আপনার মন্তব্য লিখুন