সরাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত উপলক্ষে সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত কাজ শুরু করা হয়েছে। আজ শনিবার(২৮নভেম্বর) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকায় সরাইল-অরুয়াইল সড়ক মেরামতের কাজ শুরু করা হয়। স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত কাজ উদ্বোধন উপলক্ষে লোপাড়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা এম এ রহিম এর সভাপতিত্বে ও আব্দুল বাছির এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মোতালেব হোসেন, নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলী নেওয়াজ, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাহার মিয়া, চুন্টা এ সি একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, জাতীয় যুবসংহতির সভপতি মো. জালাল মিয়া, জুরু মিয়া ও চন্দন দেবসহ অন্যান্য লোকজন সভায় উপস্থিত ছিলেন। পরে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা স্বেচ্ছা শ্রমে সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন।
আপনার মন্তব্য লিখুন