সরাইলে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোছাঃ লাইলী আক্তার (১৩) এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ । সে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের মোঃ হোসেনমিয়ার মেয়ে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আজ বুধবার (৬ ফেবরুয়ারি) সন্ধ্যার পর পানিশ্বরের শোলাবাড়ি এলাকায় নানার বাড়ি থেকে এই স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। পানিশ্বর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম বলেন, লাইলী আক্তার নামে এই স্কুল ছাত্রীর লাশ গলায় কাপড় পেছানো অবস্থায় তার নানার বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করেনপুলিশ। কি কারণে তার মৃত্যু হয়েছে তা পরিবারের কেউই বুঝে উঠতে পারছেন না। ইউপি চেয়ারম্যান আরও বলেন, মেয়েটির বাবা হোসেন মিয়া সম্প্রতি দেনার চাপে এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। কিছু দিনআগে তাদের ভিটে বাড়ি বিক্রি করে কিছু দেনা পরিশোধ করে। এরপর থেকে তারা নানা মোহাম্মদের বাড়িতে আশ্রয় নেয়। বুধবার (৬ ফেরুয়ারী) বিকেলে লাইলী তার নানীর সাথে সংসারেরকাজে ব্যস্ত ছিলেন। এক সময় সাংসারিক কাজে নানীবাড়ির বাহিরে যান। কিছু সময় পর বাড়িতে ফিরে এসে তিনি লাইলী কে ঘরে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির গোয়ালঘরে লাইলীর ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনার সময় লাইলীর মা বাড়িতে ছিলেন না। তিনি ঢাকায় লাইলীরবাবার কাছে ছিলেন। সরাইল থানার অফিসার ইনচাজ মো: মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতাল ও ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য লিখুন