সরাইলে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৪মার্চ) সকাল সাড়ে ১০টায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের মুসলমানদের নির্মমভাবে নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অতিক্রম করে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে গিয়ে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ফের বিক্ষোভকারীরা সরাইল-নাসিরনগর-আঞ্চলিক সড়ক ও উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে বিক্ষোভ মিছিলসহ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন