সরাইলে সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের কমিটি গঠিত, সভাপতি: মাওলানা মঈনুল, সেক্রেটারী: মাওলানা আ: মাজিদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের ১০১সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার(৫সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে সরাইল সদরের ওলামা তোলাবাগণ সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে এক সভায় মিলিত হয়ে দীর্ঘ আলোচনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে আল্লামা মুফতি সামসুল হক সরাইলীকে প্রধান উপদেষ্টা, মাওলানা মঈনুল ইসলাম খন্দকারকে সভাপতি, মাওলানা আব্দুল মাজিদকে সেক্রেটারী, মাওলানা গাজী মাহফুজ মাদানীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদীকে প্রচার সম্পাদক ও হাফেজ কবির আহমদকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সরাইল সদর সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের কমটি গঠন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন