সরাইলে “শেকড়” এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা “পরগণা” এর এক যুগ ফূর্তি উপলক্ষে বিশেষ প্রকাশনা “শেকড়” এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শুক্রবার(১০নভেম্বর) সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে “শেকড়” এর মোড়ক উন্মোচন করা হয়। সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও পরগণা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, পরগণা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফসহ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন