৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে শুরু হয়েছে “হোম ডেলিভারী অনলাইন সেবা”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ , ২৮ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রেস বিজ্ঞপ্তিঃ
বর্তমান করোনা পরিস্থিতির কারনে বাড়ির বাইরে যাওয়া নিরাপদ নয়। অনেক পরিবারে বাজার করার লোক নেই, লোক থাকলেও সময় নেই, সব সময় বাজারে যেতে পারেন না। সেজন্য আমরা প্রথমবারের মতো নিয়ে এসেছি সরাইল উপজেলায় হোম ডেলিভারি অনলাইন সেবা। আমাদের মাধ্যমে আপনারা আপনাদের অতি জরুরী পন্য বা সেবা যেমন ঔষধ, নিত্য প্রয়োজনীয় বাজার, ফল, মুরগি, গরুর মাংস, হোটেল বা রেস্টুরেন্ট এর খাবার ইত্যাদি যে কোন পন্য পেয়ে যাবেন সঠিক সময়ে সঠিক জায়গায়।
এক্সট্রা সার্ভিসঃ
লন্ড্রি, বিয়ে অথবা জন্মদিনের যাবতীয় বাজার/ইভেন্ট ম্যানেজমেন্ট। যাতায়াতের সুব্যবস্থার জন্য রেন্ট এ কারের ব্যবস্থা ইত্যাদি। অনলাইন সেবা(O-Sheba) আপনাকে সু্ই-সুতা থেকে যে কোন ধরনের পন্য সামগ্রী হোম ডেলিভারি দিবে। ( যা বাজারে পাওয়া যায়)
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ ইনবক্স করুন অথবা কল করুন 01608015656(Imo/Whatsapp) / 01745066909 এই নাম্বারে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.osheba.com অথবা চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজ O-Sheba

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন