সরাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়েছে। .শনিবার(৪আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। “নিরাপদ সড়ক চাই ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিলসহ ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া নামক স্থানে সমবেত হয়ে প্রথমে ঢাক-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে রাস্তার দুই দিকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, সরকারের কাছে আমাদের নয়টি দাবি পেশ করা হরেয়ছে। আমাদের দাবি মেনে নিলেই আমরা রাস্তা থেকে সরে যাব। পরে শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনের কাগজপত্র দেখেন। সঠিক কাগজপত্র না থাকায় কয়েকটি গাড়ি আটক করেন পুলিশ । এসময় আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে ও যে কোনো নাশকতা এড়াতে এএসপি(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া, ওসি তদন্ত মো: কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সতর্ক অবস্থানে ছিলেন।
আপনার মন্তব্য লিখুন