২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

20170907_104555এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  সরাইল সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের উদ্যোগে মায়ানমার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল ১০টায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরাইল সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখে সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদু, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল,  সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মজিদ,  মাওলানা ইয়াকুব আলী কাসেমী, হাফেজ কাজী আনোয়ার, মাওলানা মুরশেদ আলম চৌধুরী, মাওলানা মুফতি কেফায়াত উল্লাহ আল মাহদী, মাওলানা মাহমুদুল হাসান লিটন, মাওলানা আমিনুল হক শাহ, নুরুল ইসলাম লাল বাদশা, মাওলানা গাজী মাহফুজ মাদানী প্রমুখ। বক্তাগণ অবিলম্বে বার্মার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান অন্যথায় ঐক্যবদ্ধ মুসলিম তৌহিদি জনতা এর দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। মানববন্ধনে মাওলানা মঈনুল ইসলাম নিম্নলিখিত দাবি পেশ করেন:১। অতি সত্বর রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। ২। রোহিঙ্গা মুসলমানদেরকে সাময়িকভাবে বাংলাদেশে নিরাপত্তার সহিত আশ্রয়ের ব্যবস্থা করা হউক। ৩। অং সাং সুচিকে দেওয়া শান্তির নোবেল পুরস্কার অতিসত্বর ফিরিয়ে নেয়া হউক। ৪। রোহিঙ্গা মুসলমানদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশের মুসলমানদেরকে উদ্বোদ্ধ করা হউক। ৫। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মাধ্যমে আলোচনা করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোক গ্রহন করা হউক। বানব বন্ধন শেষে মহান আল্লাহর নিকট রোহিঙ্গা মুসলমানসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ আমান উল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন