২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে রোজাদারকে জুস খাইয়ে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , ১২ মে ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইফতারের সময় রোজাদারকে জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে নগদ টাকা সহ পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার (১১মে) সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- খোরশেদ আলম (৬৫), আসমা বেগম (২৬), সাহারা খাতুন (৬০) ও জজবানু (৪০)। চিকিৎসক জানিয়েছেন চেতনানাশক ওষুধ খাওয়ার ফলে তাদের এই অবস্থা হয়েছে। তবে এখন তারা শঙ্কা মুক্ত। ভুক্তভোগী পরিবারের স্বজন মোঃ জাহাঙ্গীর মিয়া জানান, শনিবার ইফতারের আগমূহুর্তে বোরকা পরিহিত দুইজন নারী এ বাড়িতে এসে পরিবারের লোকদের সাথে ইফতার করার আগ্রহ প্রকাশ করেন। এসময় তাদের হাতে চারটি জুসের বোতল ছিল। তখন ওই দুই নারী জানান তারা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ইফতারের সময় হয়ে যাওয়ায় তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। সরল বিশ্বাসে এ পরিবারের লোকজন তাদেরকে নিয়ে ইফতার করেন এবং তাদের আনা জুসও পরিবারের লোকেরা পান করেন।
এক সময় পরিবারের চার সদস্য অজ্ঞান হয়ে পড়লে দুস্কৃতিকারীরা ঘরের আলমারি ও বিভিন্ন ড্রয়ার খুলে নগদ টাকা সহ পাঁচ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে প্রতিবেশী লোকজন এ পরিবারের সদস্যদের সাড়া শব্দ না পেয়ে রাতে বাড়িতে ঢুকে দেখেন সবাই অজ্ঞান অবস্থায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। স্বজনরা তাদেরকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সরাইল থানার সহকারি উপ-পরিদর্শক গোপী নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। অজ্ঞান চারজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন