সরাইলে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। সকাল ৯টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার নেতৃত্বে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর পতিকৃতিতে সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে সরাইল উপজেলা শিক্ষা অফিসের হলরুমে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা প্রশাসনের উদ্যাগে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন