সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত আকারে দিবসটি পালনের কর্মসূচী গ্রহন করা হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সেই সাথে সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল পদ্ধ্বতিতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী মোঃ ইসমত আলী, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাজমুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান বাবুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারসহ স্ব স্ব প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন