সরাইলে মোটর সাইকেল চাপায় সরাইল থানার এক পুলিশ সদস্য গুরুতর আহত, চালক আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে মোটর সাইকেল চাপায় সরাইল থানার এক পুলিশ সদস্য গুরুতর আহত, চালক আটক
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল চাপায় সরাইল থানা পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার(৫ আগস্ট) দিবাগত রাত ১০ টায় সরাইল-নাসিরনগর -লাখাই আঞ্চলিক সড়কে সূর্যকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের সেলিম মিয়ার পুত্র ও কুমিল্লা লাঙ্গলকোর্ট শাকতুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাকিল মিয়া(৩০) মোটর সাইকেল যোগে বাড়িতে আসার পথে বৃহস্পতিবার রাত ১০ টায় সূর্যকান্দি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় সড়কে কর্তব্যর সরাইল থানার কনস্টেবল কবির আহমেদ(৪০) ব্যাচ নং-৬০৫ কে চাপা দিয়ে গুরুতর আহত করে। একই সাথে মোটর সাইকেলসহ রাস্তায় পড়ে গিয়ে চালক শাকিলও আহত হয়।
এ সময় কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যরা গুরুতর আহত পুলিশ সদস্য কবির আহমেদকে ও চালক শাকিল মিয়াকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ কনস্টেবল কবির আহমেদ এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাঁকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। এদিকে মোটর সাইকেল চালক শাকিল মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মোটর সাইকেল চালানোর সময় চোখে হঠাৎ পোকা পড়ে সামনের কোনো কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে আহত মোটর সাইকেল চালক শাকিল মিয়া দাবি করেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গুরুতর আহত পুলিশ কনস্টেবল কবির আহমেদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মোটর সাইকেল চালককে পুলিশ হেফাজতে নিয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন