১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে মুসুল্লিকে মারধরের অভিযোগ, প্রতিবাদ মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

FB_IMG_1504582405468

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নামাজের সময় মিছিল করতে বাঁধা দেওয়ায় মুসুল্লিকে মারধরের অভিযোগ উঠেছে।  এ ঘটনার প্রতিবাদে উপজেলার প্রধান সড়কে প্রতিবাদ মিছিল হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী একটি মিছিল উপজেলা চত্বর থেকে আজ ২৯নভেম্বর বুধবার দিবাগত রাত ৭টা ৫মিনিটে বের হয়।  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা শাহী জামে মসজিদের সামনে মিছিলটি পৌছঁলে মসজিদে এশার নামাজ পড়তে আসা মুসুল্লিদের মধ্যে ইউনুছ মিয়া প্রকাশ ইনু মিয়া নামে এক মুসুল্লি নামাজের সময় মসজিদের সামনে দিয়ে মিছিল করতে বারণ করেন। এতে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে  ইনু মিয়ার উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা ইনু মিয়াকে টেনে হেঁচরে মসজিদের আঙ্গিনা থেকে বের করে রাস্থায় নিয়ে মারধর করার অভিযোগ উঠে।  এ ঘটনার প্রতিবাদে ও  ইনু মিয়ার উপর হামলাকারীদের বিচারের দাবিতে উপজেলার প্রধান প্রধান সড়কে তাৎক্ষনিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। এ ব্যাপারে মো: ইউনুছ মিয়া(ইনু) বলেন নামাযের সময় আমি মুসুল্লিদের পক্ষ থেকে মিছিল করতে নিষেধ করায় তারা আমাকে মারধর করে। এসময় মুসুল্লিরা উত্তেজিত হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে এ ঘটনার প্রতিবাদে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া বলেন পূর্ব নির্ধারিত আমাদের মিছিলটি সন্ধার পর পর বের হওয়ার কথা ছিল। তবে অন্নদার মাঠে চলমান ওয়াজের কারনে বিলম্ব হয়। ওয়াজের বিরতির সময় ৭টা ৫মিনিটে মিছিলটি শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে মিছিল বন্ধ করে দেই। এ সময় মসজিদে মুসুল্লিরা অজু করে মসজিদে যাচ্ছেন, নামাজ শুরু হয়নি। এ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ইনু মিয়া আমাদের লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। আমি তাকে বুঝিয়ে মসজিদের আঙ্গিনায় দিয়ে এসেছি। তাকে মারধরের মত তেমন কোনো ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন