সরাইলে মুক্তিযোদ্ধার সন্তান ফেরিওলা!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ২ মে ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্যানগাড়ি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফেরি করে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন মুক্তিযোদ্ধার সন্তান তাজুল ইসলাম(২৭)। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার মুক্তিযোদ্ধা নোয়াব মিয়ার পুত্র ফেরিওলা তাজুল ইসলামের সাথে বুধবার(২মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কথা হয় এই প্রতিবেদকের। অনেকটা ভীত ও কাপাঁ কাপাঁ কন্ঠে তাজুল ইসলাম বলেন, এখানে দাঁড়িয়ে কি কাপর বিক্রি করতে পারব কাকা? আমিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের এবং মুক্তিযোদ্ধা কমান্ডার সাবের অনুমতি নিছি। উনারা বলছেন, এখানে কাপড় বিক্রি করলে কোনো সমস্যা হয়ত না। জানতে চাইলে, তাজুল ইসলাম আরও বলেন, আমার পিতা একজন মুক্তিযোদ্ধা। আমরা ছয় ভাই ও তিন বোন। সংসারে আর্থিক অভাব-অনটনের কারনে আমরা তেমন বেশী লেখা-পড়া করতে পারি নাই। আমি দীর্ঘ দিন ধরে রাজশাহীতে ভ্যানগাড়ি নিয়ে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার দেখা-শোনা করে আসছি। সম্প্রতি বৃদ্ধ পিতা-মাতার কাছা-কাছি থাকার স্বার্থে আমি এলাকায় এসেছি। এখন সংসারের হাল ধরতে ফের উপজেলায় ভ্যানগাড়ি নিয়ে কাপড় বিক্রি করতে রাস্তায় নেমেছি। তাজুল ইসলাম আক্ষেপ করে বলেন, উপজেলা সদরের এই রাস্তার পাশে নির্দিষ্ট একটি খালি জায়গা পেলে কাপড় বিক্রি করে মুক্তিযোদ্ধা বৃদ্ধ পিতা ও মাতার ভরণ-পোষন সহ সংসারের হাল ধরে বেচেঁ থাকার একটি অবল্ম্বন পেতাম।
আপনার মন্তব্য লিখুন