৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মিছিল, সমাবেশ ও সংঘর্ষের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , ১১ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

sarail pic-1(1)
sarail pic-3এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিছিল, সমাবেশ ও সংঘর্ষের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ বুধবার(১১নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা যুবলীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা যুবলীগের বিভিন্ন নেতা-কর্মীদের একটি বিশাল সমন্বিত মিছিল সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এরনেতৃত্বে উপজেলার বড্ডাপাড়া গরু বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।

sarail pic-8sarail pic-4

সরাইল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাজী মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।

sarail pic-19 sarail pic-2

এসময় উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী পায়েল হোসেন মৃধা, রনি রহমান, মো: এমরান হোসেন, জাকির হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হাফেজুল আসাদ সিজারসহ উপজেলা যুবলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সমাবেশ চলাকালে দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী দুই গ্রæপের সমর্থকদের মধ্যে সরাইল গার্লস স্কুল সড়কে সংঘর্ষের সৃষ্টি হয়।

sarail pic-18 sarail pic-14 পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টাকালে উত্তেজিত এক পক্ষের নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের কয়েকজন সদস্য স্থানীয় রামধনু বিউটি পার্লারে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে উত্তেজিত নেতা-কর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন । সংঘর্ষে সুমন নামে পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন