সরাইলে মায়ের শিক্ষকতার সফল ৩৯ বছরের অবসর দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছেন সন্তানেরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে মায়ের শিক্ষকতার সফল ৩৯ বছরের অবসর দিনটি আনুশষ্ঠানিকভাবে উদযাপন করেছেন সন্তানেরা
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
দেওয়ান রওশন আরা মাকসুদা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। ০৩/১১/২০২১ তারিখ দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস অতিবাহিত করে বাসায় ফিরলে তাঁকে চমকে দেন নিজ সন্তানেরা। মায়ের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে পূর্ব থেকেই মায়ের জন্য কেক, উপহার সামগ্রী প্রস্তুত করে রাখেন সন্তানেরা। মায়ের জন্য অবসরের দিনটি স্মৃতিময় করে রাখতে ঘরোয়া পরিবেশে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন মায়ের অবসরকালীন প্রথম দিনটি। সন্তানদের ভালবাসার মাঝে কর্মক্ষেত্র থেকে অবসরের বেদনা ভুলে গিয়ে সন্তানদের মাঝে কিছুটা আনন্দঘন সময় উদযাপন করেছেন তিনি।
দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষিত করার কাজে নিয়োজিত থেকে অবসর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন শিক্ষক দেওয়ান রওশন আরা মাকসুদা।
সরাইল উপজেলা সদরের দেওয়ান বাড়ির মেয়ে ও বড় দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা একই বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর এর সহধর্মিনী দেওয়ান রওশন আরা মাকসুদা সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন