সরাইলে “মানবিক সরাইল” সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মানবিক সরাইল” নামে একটি অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার(৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, অধ্যক্ষ মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক এম, ডি জালাল, সমাজসেবক আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর, মাইনুল হাসান তুষার, হাজী মাহফুজ আলী, রফিকুল ইসলাম মানিক, এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, হুমায়ূন কবীর, হাজী ইকবাল হোসেন।
অনলাইনে বক্তব্য দেন মুকছেদুল ইসলাম আরিফ ও মানবিক সরাইল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্পেশালিস্ট ইন হিউমিনিটিস ইন্টারন্যাশনাল সার্ভিসেস ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল এস এর সংবাদ পাঠক সোহাগ বক্স ও মানবিক সরাইল এর প্রতিষ্ঠাতা সদস্য অহিদুজ্জামান লস্কর অপু। অনুষ্ঠানে ৪জন অসহায় হত দরিদ্রকে আথিক ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার মধ্য দিয়ে মানবিক সরাইল এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন