সরাইলে মাদ্রাসার বদরীন কমিটির সদস্যবৃন্দের পূণর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম, মো. মুরাদ খান ॥
ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার আইরল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বদরীন কমিটির সদস্যবৃন্দের বাৎসরিক সদস্য-ফি উসুল উপলক্ষে ১ম পূণর্মিলনী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১আগস্ট)সকাল ১০টায় মাদ্রাসা মাঠে উক্ত পুণর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহবাজপুর মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা তায়বুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মনবাড়িয়ার শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত আল্লামা মুফতি শামসুল হক সরাইলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলূম দারমা মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মেরাজুল হক কাসেম। জামিয়া ইসলামিয়া দারুল উলূম উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জহিরুল ইসলাম। জগত বাজার জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া এর ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী। মাহফিলে দোয়া পরিচালনা করেন আইরল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আবুল কাসেম হাশেমী। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলেন পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ্-নাত পরিবেশন, বদরীনের ফাজায়েল বয়ান, মরহুম সদস্যবৃন্দসহ সকল মুসলিম উম্মার জন্য বিশেষ মুনাজাত ও আপ্যায়ন । এসময় বক্তারা বদরীনে ফাজায়েলের উপর বিশেষ বয়ান করেন । একজন বদরীন সদস্য হলে কি কি ফজিলত পাওয়া যাই সে বিষয়ে আলোচনা হয় । একজন বদরীন সদস্য যদি মারা যায় তাহলে মাদ্রাসার পক্ষ থেকে দুইখানা পবিত্র কোরআন খতমের ব্যবস্থা করা হবে এবং মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, ও বদরীন কমিটির সদস্যগন নিয়ে মৃত ব্যাক্তির জানাজাসহ দোয়ার ব্যবস্থা করা হবে । বদরীন কমিটির সদস্য সংখা বর্তমানে ৩১৩ জন। যদি একজন ব্যাক্তি বদরীন কমিটির নতুন সদস্য হতে চান তাহলে তার জন্য পরিমানমত বাৎসরিক ফি রয়েছে যেমন- এক হাজার, দুই হাজার, তিন হাজার, চার হাজার ও পাঁচ হাজার । সদস্য হওয়ার জন্য আগ্রহীরা উক্ত মাদ্রাসার মুহতামিম আবুল কাসেম হাশেমীর মুঠোফোনে (০১৭১২-০৮৬৩৫৪) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন