সরাইলে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ১১ লক্ষ টাকা প্রণোদনা ঋণ প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেসরাইলে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ১১ লক্ষ টাকা প্রণোদনা ঋণ প্রদান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ জন নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে ১১ লক্ষ টাকা প্রণোদনা ঋন প্রদান করা হয়েছে। ব্যুরো বাংলাদেশ সরাইল উপজেলা শাখার উদ্যোগে একই সংস্থার কার্যালয়ে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রদত্ত প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যূরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম।
ব্যুরো বাংলাদেশ সরাইল উপজেলা শাখার ব্যবস্থাপক তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রণোদনা ঋণ প্রদান অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশ সরাইল উপজেলা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ঋণ সুবিধাভোগী নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন