সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরিক্ষার্থী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরিক্ষার্থী নিহত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুঁইয়া (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়ছে।
আজ মঙ্গলবার(৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
ইফরাত দেওড়া পূর্বপাড়া ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে এবং সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবছর এস এস সি পরিক্ষা দেয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি মেম্বার আপন মিয়া জানান, ইফরাত বাড়ির পূর্বদিকের দেয়ালে উঠে পেঁয়ারা গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারের সঙ্গে জরিয়ে গেলে স্থানিয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইফরাতের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মন্তব্য লিখুন