সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। সরাইল উপজেলা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজ বুধবার(২৮ফেব্রুয়ারী) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়। সিলেট হরিপুর জৈন্তাপুরে ক্বওমী মাদরাসার ছাত্রদের উপর হামলা ও তিন জন ছাত্রকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সরাইল উচালিয়া পাড়া মাদরাসার মুহতামিম আল্লামা জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ পালিত হয়। আল্লামা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলিনগর মাদরাসার শিক্ষা সচিব মুফতি রায়হান, দারুল উলুম কুট্রাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমেদ ,শাহবাজপুর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আবু হানিফ, মাওলানা আব্দুল হান্নান, আলহাজ্ব নুরুল ইসলাম লাল বাদশা প্রমুখ। বক্তারা বলেন এদেশে শান্তি প্রিয় আন্দোলন একমাত্র ক্বওমী মাদরাসার আলেমরাই করে আসছেন। সরকার যদি অনতিবিলম্বে শহীদদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন তাহলে বাংলাদেশে কোন মাজার পূজারীকে থাকতে দেওয়া হবে না।
আপনার মন্তব্য লিখুন