সরাইলে বাক প্রতিবন্ধী আহাদ আলী নিখোঁজ, স্বজনদের আহাজারি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে বাক প্রতিবন্ধী আহাদ আলী নিখোঁজ, স্বজনদের আহাজারি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘ ১ মাসেরও অধিক সময় ধরে আহাদ আলী নামে এক বাক প্রতিবন্ধী নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও নিখোঁজ আহাদ আলীর সন্ধান না পেয়ে স্বজনদের মাঝে চলছে আহাজারি। আহাদ আলী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মীরা পাড়া এলাকার হাকিম আলীর পুত্র ও সরাইল বিকাল বাজার বকুলতলার বিশিষ্ট জুতা ব্যবসায়ী মীর শাহাদ আলীর ছোট ভাই।
এ ব্যপারে শাহাদ আলী বলেন,পরিবারের লোকজনের অজান্তে গত ১/৯/২০২২ তারিখে বাড়ি থেকে নিখোঁজ হয় আহাদ আলী। শারীরিকভাবে বাক প্রতিবন্ধী আহাদ আলীর সন্ধানে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি। এর আগেও আহাদ আলী একবার হারিয়ে ছিল। পরবর্তীতে অনুসন্ধান করে পাওয়া গিয়েছিল।
কোনো হৃদয়বান ব্যক্তি বাক প্রতিবন্ধী আহাদ আলীর সন্ধান পেলে ০১৭৫৩-৯৪৮০৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য নিখোঁজ আহাদ আলীর বড় ভাই শাহাদ আলী অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন