১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বর্ণাঢ্য শোভাযাত্রায় ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

20181005_003048

 

20181005_00300220181005_00313320181005_003212এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ”- এ ম্লোগানকে সামনে রেখে সরাইলে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪অক্টোবর) সকালে এ মেলার উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর  নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন। এ সময় উপজেলা চত্বরে বড় পর্দায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এ চলমান প্রধানমন্ত্রীর লাইভ অনুষ্ঠান সম্মিলিতভাবে সকলে উপভোগ করেন। সকাল ১১টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার “১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান।আলোচনা করেন  সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আব্দুুস সাত্তার ডিগ্রী কলেজের প্রভাষক আহাম্মদ মোত্তাকী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল। সরাইল উপজেলা

প্রাণী সম্পদ অফিসার ডা: মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: আনাস, সরাইল উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সরাইল উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, ভারপ্রাপ্ত বায়তুল হোসেন খন্দকার, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, জাপা নেতা হুমায়ুন কবির, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, চুন্টা এসি একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু, মো: শরীফসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত মেলায় উপস্থিত ছিলেন। মেলায় মোট ৪০টি স্টল রয়েছে এবং শনিবার(৬অক্টোবর) বিকাল পর্যন্ত এ মেলা চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন