২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

20190815_11423820190815_11430220190815_11431920190815_114331

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। আজ বৃহস্পতিবার(১৫আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল স্কুল কলেজ, অফিস আদালত, সরকারি, আধা সরকারি, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০টায় সরাইল উপজেলা চত্বর থেকে একটি বিশাল শোক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার সভাপতিত্বে ও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মোঃ মকবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানভির হোসেন কাউসার, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন শোক র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন