সরাইলে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান, এলাকাবাসীর অভিনন্দন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের একমাত্র প্রধান রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ের প্রধান রাস্তাটিতে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তার দুই পার্শ্বের ফুটপাত দখল করে মৌসুমী ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসছিল। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির একদিকে সিএনজি স্টেশন অন্যদিকে রিক্সা স্টেশনের পাশাপাশি রাস্তার দুই পার্শ্বের ফুটপাত মৌসুমী ব্যবসায়ীদের দখলে থাকায় এই রাস্তাটিতে যানঝট নিত্যদিনের চিত্র। অসহনীয় যানঝটে সাধারণ জনগণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের যাথায়াতেও বিঘ্ন ঘটে। এই পরিস্থিতে ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াংকার ফুটপাত দখলমুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি তাকেঁ অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন