সরাইলে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার শাহজাদাপুর ও কালিকচ্ছ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো এর দিক নির্দেশনায় এ এস আই গোপী মোহন সরকার সঙ্গীয় ফোর্সসহ ভোর রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর এলাকায় অভিযান চালিয়ে জি,আর সাজা ১৮০/০২ এর ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই এলাকার মৃত নুর মিয়ার পুত্র আজিজুর রহমান প্রকাশ আজিজকে মূলতবী গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। এদিকে একই দিন ভোরে এ এস আই মোঃ জুয়েল রানা ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালিকচ্ছ এলাকায় অভিযান চালিয়ে সি আর সাজা ৭৪/১০ এর ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোশারফ হোসেনকে(৩২) মূলতবী গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করিয়া উভয় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন