সরাইলে পালিত হচ্ছে সর্বাত্বক লক ডাউন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বাত্বক লক ডাউন পালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে ঘুরে এ চিত্র দেখা যায়। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না এলাকার সাধারণ জনগণ। এছাড়া বিভিন্ন সড়কে জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সবধরণের যানবাহন চলাচল বন্ধ থাকতে দেখা যায়। সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি সরাইল বাজারের বিভিন্ন বিপণী বিতাণসহ বিভিন্ন এলাকার বিভিন্ন বিপণী বিতান রয়েছে বন্ধ। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে জরুরী পণ্যবাহী ট্রাক ছাড়া সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উপজেলায় সর্বাত্বক লক ডাউন নিশ্চিৎ করতে উপজেলা প্রশাসনের সার্বিক নজরধারীর পাশাপাশি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। গত ৫এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত ৭দিনের লক ডাউন এলাকায় ঢিলেঢালাভাবে পালিত হলেও আজ বুধবার(১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া ৭দিনের লকডাউনের প্রথম দিনে সেই তুলনায় সর্বাত্বক ও কড়াকড়িভাবে লক ডাউন পালিত হচ্ছে তবে সর্বাত্বক এই লকডাউনে এলাকার ধনী শ্রেণির মানুষদের মাঝে তেমন কোনো অসুবিধার চাপ না থাকলেও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবি ও হত দরিদ্র মানুষদের মাঝে জীবিকা নির্বাহের হতাশার চাপ পরিলক্ষিত হচ্ছে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন