সরাইলে নেতা-কর্মীদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমিরের সৌজন্য সাক্ষাৎ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , ২০ জুন ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কোরআন বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির আল্লামা যুবায়ের আহমদ আনসারী মঙ্গলবার বিকালে নাসিরনগর সাংগঠনিক সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে মতিউর রহমান এন্টারপ্রাইজের সত্তাধিকারী সরাইল উপজেলা খেলাফত মজলিশের অর্থ সম্পাদক ক্বারী মো: জিয়াউর রহমানের প্রতিষ্ঠানে নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও চা চক্রে মিলিত হোন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জানে আলম সিদ্দিকী, সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক গাজী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন