সরাইলে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ১৮ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৩দিন পর কবির হোসেন(১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ সোমবার(১৮মে) দুপুরে বাড়িউড়া এলাকার একটি খালের পানিতে ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বাড়িউড়া এলাকার সাব্বির মিয়ার পুত্রের। জানা যায়, গত বৃহস্পতিবার(১৪মে) দিবাগত রাত থেকে নিখোঁজ হোন কবির হোসেন। সম্ভাব্য সকল জায়গায় খোজাঁ-খোঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রোববার(১৭মে) সরাইল থানায় সাধারণ ডাযেরি(জিডি) করা হয়। আজ সোমবার(১৮মে) বাড়িউড়া এলাকার একটি খালের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ সময় উদ্ধারকৃত লাশটি কবির মিয়ার বলে সনাক্ত করেন স্বজনরা। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন