সরাইলে দেওয়ান দীঘিতে মৎস্যশিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ , ২২ জুলাই ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মৎসশিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১জুলাই) সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়া গ্রামের ঐতিহ্যবাহী দেওয়ান দীঘিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, দেওয়ান দীঘির চার দিকে ৪০টি চৌকিতে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে সৌখিন মৎসশিকারীরা চৌকি প্রতি ১৭হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে দিনব্যপি মৎস শিকারে অংশ গ্রহন করেন। অত্যন্ত আনন্দঘন ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কালিকচ্ছ এলাকার মৎস শিকারী মো: জালাল উদ্দিন ৪কেজি ৬০গ্রাম ওজনের মৎস শিকার করে প্রথম পুরস্কার যার অর্থমূল্য ২লক্ষ টাকা অর্জন করেন। মৎস শিকারী আলমগীর মোল্লা ও রোকন উদ্দিন ২য় পুরস্কার যার অর্থমূল্য ১লক্ষ টাকা, মো: রাকিব মিয়া ৩য় পুরস্কার যার অর্থমূল্য ৫০হাজার টাকা অর্জন করেন। এছাড়া ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকারকারী অন্যান্য মৎস শিকারীদেরকেও আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন পর দেওয়ান দীঘিতে ফের মৎস শিকার প্রতিযোগিতার আয়োজনকে কেন্দ্র করে আয়োজক, মৎসশিকারী ও দর্শকদের উপচে পড়া ভীড়ে দেওয়ান দীঘির চারপাশে উৎসবপূর্ণ ও আনন্দঘন পরিবেশে মিলন মেলার সৃষ্টি হয়। দিনব্যপি অনুষ্ঠিত উক্ত মৎস প্রতিযোগিতা সঞ্চালনা করে ও মাইকে চমৎকার ধারাভাষ্যের মাধ্যমে প্রতিযোগিতায় বাড়তি আনন্দের মাত্রা যুক্ত করেছেন মো: হেলাল উদ্দিন ঠাকুর।
আপনার মন্তব্য লিখুন