সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহতঃ ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহতঃ ১০
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
শনিবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের এলাজউদ্দীন পক্ষের সাথে একই গ্রামের কেফায়েত উল্লাহ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় বয়তুল্লাহ(৫৫) ও মুক্তার হোসেন ভুইয়া (৩৫) নামে দুই জনকে আটক করেছেন পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেন।
সরাইল থানাধীন অরুয়াইল বিটের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করি। কেউ আহত হয়েছে কিনা বলতে পারবো না।
আপনার মন্তব্য লিখুন