সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহতঃ ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহতঃ ১০
২৪.কমঃ
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আজ বুধবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টিঘর পূর্বপাড়ার সাফু মিয়া ও কবির মিয়ার মধ্যে স্থানীয় চায়ের দোকানে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যপি সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থললে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।
এ ব্যপারে স্থানীয় ইউপি মেম্বার লায়েছ মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিৎ করে তিনি বলেন, তুচ্ছ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রন করেছেন। স্থানীয়ভাবে শালিশ-বৈঠকের মাধ্যমে সংঘর্ষের বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আপনার মন্তব্য লিখুন