২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহতঃ ১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

20190914_152246

সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহতঃ ১এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আজ শনিবার(১৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুড্ডা গ্রামের অলি আহাদ মেম্বার ও একই এলাকার সামসু মিয়ার লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একই এলাকার সামসু মিয়া(৭৫) নিহত ও উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছেন। এ ব্যপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) নূরুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন