সরাইলে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতঃ ১৫, আটকঃ ৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ , ১০ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতঃ ১৫, আটকঃ ৪
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের সাবেক মেম্বার মোঃ ফজল মিয়া ও সদ্য সাবেক মেম্বার মোঃ আবু তালেব এর সমর্থকদের মধ্যে মাছের টাকা পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মাছের টাকা পরিশোধ করাকে কেন্দ্র বিশুতারা মোড়ে দুই পক্ষের লোকজন প্রথমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সরাইল- অরুয়াইল সড়কের বিশুতারা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যপী চলমান সংঘর্ষে আঞ্চলিক এই সড়কের দুই দিকে দীর্ঘ যানঝট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপনার মন্তব্য লিখুন