৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহতঃ ১, পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ , ১৫ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

সরাইলে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহতঃ ১, পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফয়সাল (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে৷ এ ঘটনায় পুলিশ ও  সাংবাদিকসহ আহত হয়েছে ২০জন। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ও একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে শুক্রবার (১৪ এপ্রিল) ৭ টা ১৫ মিনিটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধরন্তী গ্রামের চৌকিদার ইকবাল মিয়ার পুত্র আশিক ও সূর্যকান্দি গ্রামের সাবেক মেম্বার হুমায়ুন মিয়ার পুত্র তোফাজ্জ্বল মিয়ার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় কালিকচ্ছ বাজারে গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। গ্রাম পর্যায়ে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধা ৭ টা ১৫ মিনিটে ঐ ঘটনার জের ধরে কালিকচ্ছ বাজারে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় বুকে  রাবার বুলেটবিদ্ধ হয়ে ফয়সাল (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়। নিহত ফয়সাল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের রাকিব মিয়ার পুত্র। তিনি কালিকচ্ছ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মিয়ার নাতি। নানার বাড়িতে থেকে তিনি কালিকচ্ছ এলাকায় ব্যবসা করতেন। এছাড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছেন বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি ও সরাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মাসুদ।

নিহত রাকিবের মা হালিমা খাতুন দাবি করেন, আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে।

নিহত রাকিবের মামা ওসমান বলেন, রাকিবের বাড়ি কুট্রাপাড়ায় হলেও আমাদের দোকানে থাকতেন। আজ ঝগড়া শুরুর পর আমরা দোকানের তালা লাগাচ্ছিলাম। এ সময় পুলিশ এসে আমার ভাগ্নে রাকিবের উপর গুলি করে। তাকে কেন গুলি করা হলো? আমরা তো ঝগড়ার সাথে জড়িতও না? এর বিচার চাই।

এদিকে পুলিশের দাবি, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা। ককটেলের স্প্রিন্টারের আঘাতে যুবক নিহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশকে ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন