সরাইলে তৃতীয় ধাপে দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন ঠিকাদার হাজী শফিকুল ইসলাম সেলু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৃতীয় ধাপে দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান ও উপজেলার বিশিষ্ট ঠিকাদার হাজী শফিকুল ইসলাম সেলু। আজ বুধবার(৮এপ্রিল) দুপুরে সিএনজি, রিক্সা ও নির্মাণ শ্রমিকসহ উপজেলা সদরের নিজসরাইল, আলীনগর, হালুয়াপাড়া, ছোটদেওয়ানপাড়া, মোগলটুলা, চাঁনমনিপাড়া ও সৈয়দটুলা গ্রামের ২২০টি অসহায় পরিবারের মাঝে তিনি ত্রাণ বিতরন করেছেন। ইতিপূর্বে তিনি ১ম ধাপে দুই শতাধিক ও দ্বিতীয় ধাপে বিভিন্ন এলাকার শতাধিক হত দরিদ্র লোকদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ব্যপারে হাজী শফিকুল ইসলাম সেলু সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে কর্মহীন হত দরিদ্র সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এ পর্যায়ে ২২০টি পরিবারের প্রত্যেকটি পরিবারের মাঝে ৭কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১কেজি ডাল, আধা কেজি তেল এর প্যাকেজ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যতদিন এই পরিস্থিতি থাকবে আমার সাধ্যমত হত দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে থেকে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখব ইনশাল্লাহ।
আপনার মন্তব্য লিখুন