সরাইলে ডাকাতের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়াগ্রামের কাজী বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কাজী বাড়ির মৃত আজগর আলীর পুত্র আবু হানিফ চৌধুরী(৭০) ও তাঁর স্ত্রী জনা বেগম প্রতিদিনের মত নিজ বসত ঘরে বুধবার দিবাগত রাত যাপন করেন। বৃহস্পতিবার সকাল ৬টায় আবু হানিফ চৌধুরীর বোন পরিস্কার বানু আবু হানিফ চৌধুরীর মৃত দেহ তাদের ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে সুর-চিৎকার করেন। এসময় প্রতিবেশীরা ঘরের মেঝে আবু হানিফ চৌধুরীর মৃত দেহ দেখতে পায় এবং ঘরের ভেতরে হাত-পা বাধাঁ তারঁ স্ত্রী জনা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে সরাইল হাসপাতালে ভর্তি করেন। সরাইল শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন ধারনা করা হচ্ছে ডাকাতের হামলায় আবু হানিফ চৌধুরী নিহত হয়েছে। তবে পুরো ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। সরাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) কামরুজ্জামান বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
আপনার মন্তব্য লিখুন