সরাইলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: রেজওয়ানুর রহমানের বদলি জনিত কারনে বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার(২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া। সরাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের লোকজন এতে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন