সরাইলে চুন্টা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , ২১ মে ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে সাবেক পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা বিধান দেবের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হাবিবুর রহমান নান্নু মাস্টার, সাধারণ সম্পাদক এম এ রহিম, বিএনপির স্থানীয় নেতা মরম আলী, স্থানীয় যুবদল নেতা শেখ সেলিম, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মাওলানা হুমায়ন কবির। অনুষ্ঠানে চুন্টা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান নান্নু মাস্টার, তোফান আলী, হাজী আলম সুফী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মাওলা মেম্বার, অহিদ মিয়া, সৈয়দ হোসেন, হিরুন মেম্বার, আকবর আলী, আক্তার মিয়া, মুরতুজ আলীসহ চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, চুন্টা ইউনিয়ন যুবদল, ছাত্রদলের তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গত ৬ফেব্র“য়ারী এডভোকেট শরীফ উল্লাহকে আহ্বায়ক ও জয়নাল উদ্দিন রাজুকে সদস্য সচিব করে চুন্টা ইউনিয়ন বিএনপির ১২সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষনার তারিখের একমাসের মধ্যে ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার শর্ত জুড়ে দেন। কিন্তু গত প্রায় তিনমাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত উক্ত আহ্বায়ক কমিটির নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে চুন্টার মাটিতে একটি সমাবেশও করতে পারেননি। এই কমিটিকে পকেট কমিটি ঘোষনা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। এছাড়া বক্তাগণ জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন চুন্টার মাটিতে এসে তৃনমূল বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে চুন্টা ইউনিয়ন বিএনপির কমিটি করার অনুরোধ করেন। অন্যথায় চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক পূর্নাঙ্গ কমিটি দিয়েই চুন্টা ইউনিয়ন বিএনপির কার্যক্রম চলবে বলে হুশিঁয়ারী দেন।
আপনার মন্তব্য লিখুন