সরাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর পুত্র পারভেজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামী মোঃ শহীদ মিয়া(৪০) কে গ্রেফতার করেছেন র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার(৫ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ৩নং শিমুলকান্দি ইউনিয়নের ২ং ওয়ার্ডের শিমুলকান্দি গরুর হাটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রামের মোঃ ফজু মিয়ার ছেলে।
র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান কর্তক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) রাত ২ টায় সংঘবদ্ধ একদল চোর চরকাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর পুত্র হুমায়ুন মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে যাওয়ার সময় গরুর মালিক হুমায়ুনের ছোট ভাই পারভেজ আহমেদকে ছুঁরি মেরে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আপনার মন্তব্য লিখুন