১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে চলছে “কপি কাট পেস্ট” সাংবাদিকতা, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের প্রতিবাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1504582405468fb


 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে “কপি কাট পেস্ট” সাংবাদিকতা। নামে বেনামে গড়ে উঠা বিভিন্ন অনলাইন পোর্টালে নামধারী সরাইল প্রতিনিধিরা জড়িত হচ্ছেন  এই ধরনের কর্মকান্ডে। নিজের লেখনীতে অসংখ্য বানান ভুলসহ অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন প্রকৃত সাংবাদিকতা।  এই ধরনের চলচাতুরী করে এক শ্রেণির নামধারী অনলাইন সাংবাদিকরা প্রশাসনসহ সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল মালিকদের কাছে নিজের বড়ত্ব প্রকাশ করলেও প্রকৃতপক্ষে তারা সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত  করে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে নানাভাবে ফায়দা লুটছেন। প্রকৃত সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন করছেন। এ ব্যপারে সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এক বিবৃতিতে এ ব্যপারে ক্ষোভ প্রকাশ করে বলেন সম্প্রতি নাম সর্বস্ব কয়েকটি গণমাধ্যমে আমার লেখা প্রতিবেদন গুলো হুবহু আরেকজনের নামে তুলে ধরা হচ্ছে। দাড়ি কমা আমি যেই ভাবে দিয়েছি। ঠিক সেই ভাবেই আছে। শুধু ‘সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি’ এর পরিবর্তে একজনের নাম বসিয়ে দেয়া হচ্ছ। আমি এক জায়গায় মাসের নাম ভুল করেছিলাম। সেই ভুলটাও ওইভাবেই আছে। হায়রে সাংবাদিকতা! কপি কাট পেস্ট মার্কা সাংবাদিকতা গর্হিত কাজ। আমি সবিনয়ে অনুরোধ করে বলছি, হুবহু কপি করে নিজের নাম ব্যবহার করবেন না। এটা বিধি সম্মত নয়। তথ্য নিয়ে একটু ঘুরিয়ে লেখুন। তথ্য সংগ্রহ করে মেধা দক্ষতা ও জ্ঞান খাটিয়ে যে কোন রিপোর্ট লেখা খুবই কষ্টের। একটু কষ্ট করুন। ঘুরিয়ে ফিরিয়ে লেখুন। এই ধরনের ” কপি কাট পেস্ট” মার্কা নামধারী সাংবাদিকদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার দাবি জানিয়েছেন  প্রকৃত মিডিয়াকর্মী ও এলাকার সচেতমহল।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন