সরাইলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আতকা বাজার সংলগ্ন মাঠে আজ শুক্রবার(৩১জানুয়ারী) বিকালে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার আরিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এডভোকেট তানভীর হোসেন কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইকরামুল আমিন বাবু, আওয়ামী লীগ নেতা এ কে এম বাবুল হক, বিশিষ্ট সমাজ সেবক তাছলিমুর রহমান খান, আহম্মেদ মুনাব্বি, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ। উক্ত প্রতিযোগিতায় উদ্বোধক ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুন্সী আমান মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন রহিম বাদশা। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
আপনার মন্তব্য লিখুন