১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ট জনজীবন, যুবসমাজের শান্তিপূর্ণ প্রতিবাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ১২ মে ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

FB_IMG_1557649081540

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে পবিত্র রমজান। সবমিলিয়ে বিদ্যূতের উপর নির্ভরশীল সবকিছুতেই যেন ছন্দপতন ঘটছে। এছাড়া তারাবীর নামাজের সময় লোডশেডিং এ মুসল্লিদের কষ্ট ভোগ করতে হচ্ছে। এতে করে মুসল্লিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় আজ রোববার(১২মে) সকাল ১১টায় উপজেলার যুব সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে( বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ) গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যপারে সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার বলেন, এলাকার বিভিন্ন শ্রেণি পেশার যুবকসহ ভুক্তভোগী লোকজনকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ঘন ঘন লোডশেডিং এর ব্যাপারে শান্তিপূর্ণভাবে জোড়ালো প্রতিবাদ জানিয়েছি। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিগণ আমাদের কথা শোনেছেন। আমাদের দাবির স্বপক্ষে আশ্বস্থ করে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান করবে বলে আমাদের জানিয়েছেন। যদি সত্যিকার অর্থে শীঘ্রই এ সমস্যার সমাধান না হয় তবে সকলকে সাথে নিয়ে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করা হবে ইনশাল্লাহ। এ ব্যপারে সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল বলেন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার বিকল হওয়ায় এখানে বিদ্যুতের এই সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলা শহরের ফিডারে সাময়িক সংযোগ স্থাপন করে এখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ এর ঘাটতি থাকায় কিছু সময় পর পর এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে হচ্ছে। তবে বিদ্যুৎ সমস্যার এই অবস্থা দ্রুত সমাধান হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন