সরাইলে গাঁজা ও ফেনসিডিলসহ একজন আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক পৃথক স্থান থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একজন ও ৭৫ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছেন এবং আজ সোমবার সকালে বিশ্বরোড লালশালুক হোটেলের সামনে একটি ট্রাক থেকে ৭৫ কেজি গাজাঁ উদ্ধার করে ট্রাকটি আটক করেছেন। আটককৃত ব্যাক্তি হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুস ছাত্তার। সিলেট জোনের হাইওয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত রোববার বিকালে শ্যামলী গাড়ী থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একজনকে এবং আজ সোমবার সকালে বিশ্বরোড লাল শালুক হোটেলের সামনে একটি ট্রাক থেকে ৭৫ কেজি গাঁজা উদ্বার করেছেন। এছাড়া মাদক বহনকারী কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে জেলা সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন